আন্দোলনের চাপ অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে শহীদ ওসমান বিন হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেছেন, বিচার চাইলে জনগণকে আন্দোলন চালিয়ে যেতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার ন্যায়বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই জুলাই যোদ্ধার ভাই ওমর।
শরিফ ওমর বিন হাদি বলেন, ওসমান হাদিকে ভালোবাসলে, তাঁর হত্যার বিচার চাইলে এবং শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত রাখতে চাইলে জনগণকে আন্দোলন অব্যাহত রাখতে হবে।
আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। ইনকিলাব মঞ্চ গঠন করে আওয়ামী লীগ ও ভারতের বিরোধিতায় সরব ছিলেন তিনি। ১২ ডিসেম্বর হামলার শিকার হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, তবে ছয় দিন পর গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সারা দেশে রাষ্ট্রীয় শোকের মধ্যে লাখো মানুষের অংশগ্রহণে হাদিকে সমাহিত করা হয়।
ওমর বিন হাদি বলেন, ‘আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না। কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করুন, ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত শান্ত হবেন না।’
ওমর আরও বলেন, ‘ওসমান হাদি যে বিপ্লবী আন্দোলন শুরু করেছিলেন, যেই আন্দোলনের কারণে শহীদ হয়েছেন, তার অসমাপ্ত বিপ্লব দেশের মানুষকে সমাপ্ত করতে হবে।’
ওসমান হাদি হত্যাকাণ্ডের জন্য সমর্থকরা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করছেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের যে মামলা করেছেন, তাতে প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল করিম মাসুদকে। পুলিশ ও র্যাব এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করলেও ফয়সালসহ প্রধান সন্দেহভাজনরা এখনো অধরা।
ওমর বিন হাদি বলেন, ওসমান হাদির মৃত্যুর পর পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
সিএ/জেএইচ


