সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (২১ ডিসেম্বর) ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ সিংগীমারী বিওপির একটি টহল দল এই অভিযান সফল করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংগীমারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন সীমান্ত রেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘উত্তর সিংগীমারী’ নামক স্থানে পাচারকারীদের উপস্থিতি টের পায় বিজিবি। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় এস্কাপ সিরাপ ৫৮৮ বোতল, গাঁজা ০৫ কেজি, ফেন্সিডিল ৩২ বোতল
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,৬৫,৫০০/- (দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত) টাকা।
তিস্তা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। শীতের কুয়াশাকে কাজে লাগিয়ে চোরাকারবারিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলেও বিজিবির কঠোর নজরদারির কারণে তারা সফল হতে পারছে না। আটককৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে।
সীমান্তে নিরাপত্তা এবং মাদক নির্মূলে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
সিএ/জেএইচ


