সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আইন অমান্য করে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (২১ ডিসেম্বর) দহগ্রামের আঙ্গোরপোতা সীমান্ত এলাকা থেকে একটি গরুসহ তাকে আটক করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে আঙ্গোরপোতা সীমান্তের কাঁটাতার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় বিজিবির একটি নিয়মিত টহল দল তাকে চ্যালেঞ্জ করে এবং একটি গরুসহ তাকে আটক করে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণে জানা গেছে, ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তর থেকে এক কৃষকের গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এক পর্যায়ে সীমান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েন।
ঘটনার পরপরই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিজিবি দহগ্রাম ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
দহগ্রাম ও পাটগ্রাম সীমান্তের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, এই এলাকায় বিএসএফ কর্তৃক মাঝেমধ্যেই অনুপ্রবেশ ও গবাদিপশু ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটে। স্থানীয় এক বাসিন্দা জানান, “সীমান্তে এ ধরনের অস্থিরতা আমাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা চাই দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকুক যাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়।”
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে টহল বাড়ানো হয়েছে। আটক বিএসএফ সদস্যের বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএ/জেএইচ


