অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। আফগানিস্তানকে হারানোর পর নেপালের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। সেটাও ২৫.১ ওভার হাতে রেখে।
সোমবার দুবাইয়ের আইসিসির দি সেভেন একাডেমি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মোহাম্মদ সবুজ তিনটি, সাদ ইসলাম, শাহরিয়ার ইসলাম ও তামিম দুটি করে উইকেট নিয়ে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে অলআউট করে।
নেপালের ওপেনিং জুটি ৬.৪ ওভারে ৪০ রান যোগ করলেও শাহিল প্যাটেল ১৮ এবং নিরাজ কুমার যাদব ১৪ রান করে আউট হন। এরপর ৫৪ রানের দ্বিতীয় উইকেট থেকে দ্রুত ৬১ রানে ৫ উইকেট হারায় নেপাল।
লোয়ার মিডল অর্ডারের আশিষ লুহার ২৩ এবং অভিষেক তিওয়ারি ৩০ রানের ইনিংস দলকে একশ’র ওপরে পৌঁছে দেয়।
জবাবে নেমে বাংলাদেশ ২৯ রানে রিফাত বেগ ও অধিনায়ক তামিমকে হারায়। তৃতীয় উইকেটে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকির ৯২ রানের জুটি দলকে জয় এনে দেয়।
আফগানদের বিপক্ষে ৯৬ রান করা জাওয়াদ এদিন ৬৮ বলে ৭০ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও তিনটি ছক্কা। কালাম ৬৬ বলে চারটি চার মেরে ৩৪ রান করে আউট হন।
সিএ/এএ


