সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে ৪ উইকেটের এই জয়ের নায়ক যশস্বী জয়সোয়াল। ৪৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি করে রান তাড়াটাকে কার্যত ছেলেখেলায় পরিণত করেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে জয়সোয়ালের হাতেই। তবে পুরস্কার নিতে গিয়ে তাঁর উদারতা ও দলীয় মানসিকতা ছাপিয়ে গেছে ঝড়ো সেঞ্চুরিকেও। একক কৃতিত্ব নিতে রাজি না হয়ে সতীর্থ সরফরাজ খানকে মঞ্চে ডেকে এনে ম্যাচসেরার পুরস্কার ভাগ করে নেন এই বাঁহাতি ওপেনার।
ম্যাচে মুম্বাইয়ের ইনিংস শুরুতেই দ্রুত গতি পায়। উদ্বোধনী জুটিতে অজিঙ্কা রাহানে ১০ বলে ২১ রান করে আউট হলেও তাতে ছন্দ হারায়নি দল। ৩.১ ওভারে ১ উইকেটে ৫৩ রান তোলার পর ব্যাটিংয়ে নামেন সরফরাজ খান। এরপর দ্বিতীয় উইকেটে সরফরাজ ও জয়সোয়াল মিলে মাত্র ৩৭ বলে ৮৮ রানের জুটি গড়ে তোলেন। দশম ওভারের দ্বিতীয় বলে দলকে ১৪১ রানে রেখে ফেরেন সরফরাজ। তাঁর ব্যাট থেকে আসে মাত্র ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস।
অন্যদিকে জয়সোয়াল ছিলেন পুরোপুরি অনড়। ৫০ বলে ১০১ রান করে তিনি আউট হন ১৮তম ওভারে, যখন জয় থেকে মুম্বাইয়ের দরকার ছিল মাত্র ৭ রান। এই ইনিংসটি ছিল স্বীকৃত টি-টোয়েন্টিতে জয়সোয়ালের চতুর্থ সেঞ্চুরি। লক্ষণীয়ভাবে, তাঁর ইনিংসে ছক্কা ছিল মাত্র একটি, তবে চার মেরেছেন ১৬টি। দেড় বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান আবারও নিজের শ্রেণি প্রমাণ করলেন।
এই জয়ের মাধ্যমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল মুম্বাই। হরিয়ানার রান আর মাত্র ২টি বেশি হলেই সর্বোচ্চ লক্ষ্য ছুঁয়ে জয়ের রেকর্ড পুনরুদ্ধার করতে পারত দলটি। এক বছর আগে ২৩০ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছিল মুম্বাই। তবে গত শুক্রবার সেই রেকর্ড ভেঙে দেয় ঝাড়খণ্ড। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামেই পাঞ্জাবের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য পেরিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় তারা।
সিএ/এএ


