কক্সবাজার শহরের বাইপাস সড়কে যুবদলের দুই কর্মীকে লক্ষ্য করে গুলি করেছে মোটরসাইকেলযোগে এসে হেলমেট পরা দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উত্তরণ আবাসন প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই জন হলেন লারপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)।
কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল জানান, সাইফুল ও ফারুক যুবদলের সক্রিয় কর্মী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই দুই জনকে চট্টগ্রামে পাঠানো হয়।
তিনি আরও জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে হত্যা করা হয়। সেই মামলার বিরোধ ও প্রতিপক্ষতার জেরেই সাইফুলের ওপর হামলা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, গুলির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এএ


