ক্রাইস্টচার্চ টেস্টে জাস্টিন গ্রেভসের ডাবল সেঞ্চুরি ও শাই হোপ–কিমার রোচের লড়াকু ব্যাটিংয়ে অবিশ্বাস্যভাবে ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই বীরত্বের পর ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নেমেই আবারও ধুঁকছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে অলআউট হয়েছে দলটি।
অ pourtant, শুরুর ভিত্তিটা ছিল শক্ত। জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিংয়ের উদ্বোধনী জুটিতে আসে ৬৬ রান। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে কিং ব্লেয়ার টিকনারের শিকার হলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ভাঙন শুরু হয়। দলীয় ৯৩ রানের মধ্যেই হারায় ৩টি উইকেট।
চতুর্থ উইকেটে শাই হোপ ও রোস্টন চেসের ৬০ রানের জুটি কিছুটা আশা জাগালেও সেটাও স্থায়ী হয়নি। টিকনার দুজনকেই ফিরিয়ে দিলে আবারও চাপে পড়ে ক্যারিবীয়রা। এরপর অভিষেক টেস্টে মাঠে নামা মাইকেল রেইও যোগ দেন উইকেট উৎসবে। সব মিলিয়ে ২০৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন হোপ, দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান ওপেনার ক্যাম্পবেলের। অভিষিক্ত রেই নেন ৩ উইকেট, আর টিকনার একাই শিকার করেন ৪ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন বিনা উইকেটে ২৪ রান তোলে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের থেকে এখনো ১৮১ রানে পিছিয়ে তারা। দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন অপরাজিত দুই ব্যাটার—ডেভন কনওয়ে (১৬) ও অধিনায়ক টম লাথাম (৭)।
সিএ/এএ


