যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন গত সপ্তাহে বেড়ে ৪১ শতাংশে দাঁড়িয়েছে। জীবনযাত্রার ব্যয় সামলাতে নেওয়া পদক্ষেপে রিপাবলিকানদের ইতিবাচক মনোভাব তাঁর জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। রয়টার্স/ইপসোস পরিচালিত সর্বশেষ ছয় দিনব্যাপী জরিপ, যা সোমবার শেষ হয়েছে, তাতে এ প্রবণতা উঠে এসেছে।
জরিপে দেখা যায়, গত মাসের শেষদিকে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৩৮ শতাংশ, যা জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে তাঁর সর্বনিম্ন পর্যায়। দ্বিতীয় মেয়াদ শুরুর সময় তাঁর সমর্থন হার ছিল ৪৭ শতাংশ। সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দিয়ে ট্রাম্প কিছু শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছেন এবং খাদ্যের উচ্চমূল্য মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে তাঁর জনপ্রিয়তায় কিছুটা উত্থান লক্ষ্য করা গেছে।
এর আগে তিনি ডেমোক্র্যাটদের মূল্যস্ফীতি ইস্যুকে ‘প্রতারণা’ বলে উল্লেখ করেছিলেন। তবে নতুন জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তাঁর পদক্ষেপকে ৩১ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন করেছেন, যা নভেম্বরের শেষে ২৬ শতাংশ থেকে বেড়েছে। রিপাবলিকানদের মধ্যে ১০ শতাংশ পয়েন্ট সমর্থন বৃদ্ধিও সামগ্রিকভাবে তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। এ ইস্যুতে এখন ৬৯ শতাংশ রিপাবলিকান তাঁকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।
মোটের ওপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যক্রমের প্রতি রিপাবলিকানদের সমর্থন ৮২ শতাংশ থেকে বেড়ে ৮৫ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সময় শুরু হওয়া মূল্যস্ফীতিই ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে এগিয়ে দেয়, যেখানে তিনি বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন।
ট্রাম্প প্রশাসনের সময়ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে উচ্চ রয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে পণ্যমূল্য বেড়েছে ৩ শতাংশ, যেখানে দীর্ঘমেয়াদে এই হার সাধারণত ২ শতাংশের আশপাশে থাকে।
জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে হিস্পানিকদের সমর্থন কিছুটা বাড়াও ভূমিকা রাখছে। সর্বশেষ জরিপে ৩৪ শতাংশ হিস্পানিক নাগরিক বলেছেন, তাঁরা ট্রাম্পের কার্যক্রম সমর্থন করেন। গত নভেম্বরের জরিপে এ হার ছিল ৩২ শতাংশ। নির্বাচনের সময় থেকেই এই গোষ্ঠীর একটি অংশ ট্রাম্পের দিকে ঝুঁকেছে।
অনলাইনে পরিচালিত জরিপটিতে মোট ৪ হাজার ৪৩৪ জন মার্কিন নাগরিক অংশ নেন। জরিপের ত্রুটিবিচ্যুতির সীমা নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ পয়েন্ট।
সিএ/এএ


