রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘সিটি আইটি মেগা ফেয়ার–২০২৫’। ছয় দিনব্যাপী এই মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট পণ্য কিনলেই ক্রেতাদের দিচ্ছে নানান উপহার, মূল্যছাড় এবং র্যাফল ড্রয়ের সুযোগ। মঙ্গলবার বিকেলে মেলা প্রাঙ্গণে ক্রেতা–দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখযোগ্য।
মেলার পরিস্থিতি তুলে ধরে বিসিএস কম্পিউটার সিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মসিউর রহমান জানান, সাধারণত মেলার প্রথম ও শেষ দিনে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে। দ্বিতীয় দিনের হিসেবে ভিড় তুলনামূলক কম হলেও উৎসাহ ছিল লক্ষণীয়। তিনি বলেন, ‘মেলা থেকে ন্যূনতম ৫০০ টাকার পণ্য কিনলেও প্রতিদিনের র্যাফল ড্রয়ে পুরস্কার জয়ের সুযোগ রয়েছে।’
রায়ান্স কম্পিউটারসের ব্যবস্থাপক এস এম আরিফুজ্জামান জানান, ক্রেতারা প্রতিষ্ঠানটির বিশেষ মেগা র্যাফল ড্রয়ে অংশ নিতে পারবেন। আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ড্র, যেখানে ভাগ্যবান ক্রেতারা পাবেন এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ওভেন, গেমিং চেয়ার, লেজার প্রিন্টারসহ প্রায় ১০০ ধরনের পুরস্কার।
স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর সহকারী ব্যবস্থাপক ইকবাল বাহার বলেন, স্টার টেক থেকে যেকোনো মডেলের ল্যাপটপ ক্রয়ে মিলছে ব্যাগ, ব্লুটুথ হেডফোন, ওয়্যারলেস মাউস, ল্যাপটপ ক্লিনারসহ বিভিন্ন উপহার। এছাড়া প্রতিদিনের লটারিতে স্টারলিংক কিট, মনিটর, বাইসাইকেলসহ বেশ কিছু পুরস্কারও রয়েছে।
মেলা উপলক্ষে নির্বাচিত আসুস ল্যাপটপে মিলছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ, টি–শার্টসহ বিভিন্ন উপহার জেতার সুযোগও থাকছে।
লেনোভোর কনজ্যুমার বিজনেস বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন আরিফ জানান, মেলায় লেনোভো আইডিয়াপ্যাড ল্যাপটপ কিনলে ২ বছরের পরিবর্তে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি কুপনের মাধ্যমে নিশ্চিত ৫০০ টাকা থেকে শুরু করে ই–বাইক জেতার সুযোগ রয়েছে।
গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, ল্যাপটপ বা মনিটর কিনলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পাওয়া যাচ্ছে গেমিং চেয়ার, কি-বোর্ড, মাউস, মগ, নোটবুকসহ নানা আকর্ষণীয় উপহার।
টেকল্যান্ড জানিয়েছে, যেকোনো মডেলের কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়ে ক্রেতাদের দেওয়া হচ্ছে উপহার এবং নির্দিষ্ট মডেলে থাকছে বিশেষ মূল্যছাড়।
১৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় ক্রিয়েটাস কম্পিউটার দিচ্ছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে নিশ্চিত উপহার, যার তালিকায় রয়েছে হেডফোন থেকে শুরু করে এয়ার কন্ডিশনার পর্যন্ত।
মেলায় আগত ক্রেতা শহিদুল ইসলাম জানান, ‘আমি লেনোভো ল্যাপটপ কিনে ৫ হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছি, যা সাধারণ সময়ে পাওয়া সম্ভব ছিল না।’ আরেক ক্রেতা রেলি চাকমা বলেন, ‘অনলাইনে যে দামে ল্যাপটপ দেখেছিলাম, মেলায় তার চেয়ে কম দামে আসুসের একটি ল্যাপটপ কিনেছি, সঙ্গে পেয়েছি দুটি কুপন।’
প্রতিবছরের মতো এবারও মেলায় দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে।
সিএ/এএ


