ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি নিয়ে বোনদের প্রতি বঞ্চনা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সম্পত্তি-বিষয়ক বিরোধ চলমান থাকলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন ডিপজলের তিন বোন।
ডিপজলের বড় বোন নূরজাহান বেগম লায়লা জানান, তাদের বাবা মারা যাওয়ার পর প্রায় ৪০ বছর পার হলেও এখনো তারা নিজেদের প্রাপ্য সম্পত্তির অংশ পাননি। অভিযোগ অনুযায়ী, সম্পত্তির বেশির ভাগই ভাইয়েরা ভোগ করছেন, কিন্তু বোনদের দাবি বারবার উপেক্ষিত হয়েছে। তিনি বলেন, আশ্বাসের পর আশ্বাস পাওয়া গেলেও কোনো সিদ্ধান্তই বাস্তবায়িত হয়নি। এছাড়া পরিবারের ছোট ভাই ও বড় ভাইয়ের মৃত্যুতে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে।
আরেক বোন পারভীন বেগম অভিযোগ করেন, সম্প্রতি সম্পত্তির একটি অংশ প্যাকেজ আকারে বিক্রি করার উদ্যোগের খবর পেয়ে তারা আশঙ্কায় রয়েছেন। এতে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত হতে পারেন বলে দাবি করেন। তিনি জানান, ভাগ চাওয়ায় তাদের স্বামী ও সন্তানদের ‘না পাওয়ার’ হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, যা পরিবারকে গভীর উদ্বেগে ফেলেছে।
দীর্ঘ দিনের বঞ্চনার পর বিষয়টি আদালতে তোলা হলে, আদালত তাদের পক্ষে একটি নির্দেশনা দেন। তবে তারপরও নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা কাটেনি। স্বামী–সন্তান বাইরে গেলে আতঙ্কে থাকতে হয় বলে জানান বোনেরা। এজন্য তারা গণমাধ্যমে এসে জনসমর্থন ও সহানুভূতি কামনা করেছেন।
এদিকে ডিপজল তার বোনদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। চলচ্চিত্র অঙ্গনে দানশীলতা ও সহায়তার জন্য পরিচিত এ অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগে সংশ্লিষ্ট মহলেও বিস্ময় দেখা গেছে।
ঘটনাটি একটি পরিবারের দীর্ঘদিনের সম্পত্তি বিরোধ, আইনি লড়াই এবং নিরাপত্তাজনিত উদ্বেগের জটিল বাস্তবতা স্পষ্ট করে তুলেছে—যা ইতোমধ্যেই সামাজিক আলোচনার জন্ম দিয়েছে।
সিএ/এএ


