মালয়ালম ইন্ডাস্ট্রির বহুল আলোচিত ২০১৭ সালের অভিনেত্রী অপহরণ ও যৌন নির্যাতন মামলার রায় ঘোষণা করেছে এর্নাকুলাম প্রিন্সিপাল জেলা ও দায়রা আদালত। প্রায় ৯ বছর পর ঘোষিত এই রায়ে মূল অভিযুক্ত পালসার সুনিসহ ছয়জনকে দোষী সাব্যস্ত করা হলেও অষ্টম অভিযুক্ত অভিনেতা দিলীপ অভিযোগ থেকে খালাস পেয়েছেন। বিচারক হানি এম ভার্গিস জানান, দিলীপের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি।
রায়ে দোষী সাব্যস্ত ছয়জন হলেন—
পালসার সুনি (সুনীল কুমার), মার্টিন অ্যান্টনি, মাণিকন্দন বি, ভিজিশ ভিপি, সেলিম এইচ ও প্রদীপ। তাদের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্রসহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। দণ্ডের আদেশ ঘোষণা করা হবে আগামী ১২ ডিসেম্বর।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি। কেরালার কোচিতে এক শীর্ষস্থানীয় অভিনেত্রীকে প্রায় দুই ঘণ্টা গাড়ির ভেতর আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তদন্তে এটি শুধু অপরাধ নয়, বরং তাকে অপমান ও ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অংশ ছিল বলে উঠে আসে। এ ঘটনায় দিলীপের নামও তদন্তের নথিতে আসে, যা পরবর্তীতে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
মামলার বিচারে ২৬১ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় এবং ৮৩৪টি নথি উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তাকে একাই ১০৯ দিন জেরা করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে দেওয়া এই রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন কেরালা সরকার ও নির্যাতিতা অভিনেত্রী। কেরালার আইনমন্ত্রী পি রাজীব জানিয়েছেন, তারা দ্রুতই উচ্চ আদালতে আপিল করবেন, কারণ ভুক্তভোগী এখনও পূর্ণ বিচার পাননি বলে মনে করছেন।


