চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় সরকারি একটি পিকআপ ভ্যানের চাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটে ডিসি হিলের মূল ফটকের সামনে বসে থাকা কুকুরটির ওপর ধীরগতিতে এগিয়ে আসা সাদা রঙের ভ্যানটি সরাসরি উঠে গেলে ঘটনাস্থলেই এর মৃত্যু হয়। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধারণ হয় এবং ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, কুকুরটি গর্ভবতী ছিল এবং গাড়ির নিচে চাপা পড়ার পর ঘটনাস্থলেই মারা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রাণী অধিকার কর্মীরা দোষী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডিসি হিল এলাকার সরকারি আবাসন ঘিরে প্রতিদিনই মানুষ হাঁটতে আসে। ঘটনার রাতে প্রধান ফটক বন্ধ ছিল; গাড়িটি বের হওয়ার আগে নিরাপত্তাকর্মীরা ফটক খুলে দেয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন জানান, গাড়িটি সরকারি এবং একজন কর্মকর্তাকে নামিয়ে দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট চালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে চালকের দায় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পরিবেশকর্মী রিতু পারভী বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায় চালকের অবহেলায় কুকুরটির মৃত্যু হয়েছে। তাই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ডা. মো. মনজুরুল করিম ঘটনাটি দেখে রবিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান, কুকুরটি অন্তঃসত্ত্বা ছিল এবং গাড়ির চাপায় মারা যাওয়ায় তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর সিটি করপোরেশনের কর্মীরা মৃত কুকুরটিকে সরিয়ে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাটি যাচাই-বাছাই করছে।
এর আগে সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেখানকার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
চট্টগ্রামের ঘটনাটি নিয়ে সামাজিক ও পরিবেশ অধিকার কর্মীরা বলছেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার এমন ঘটনা বন্ধে কঠোর নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি।


