ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি আবারও স্বামীর কাছে ফিরলেন অভিমান ভুলে। দাম্পত্য জীবনের টানাপোড়েন, ভুল–বোঝাবুঝি আর বিচ্ছেদের পথে হাঁটার পর শেষ পর্যন্ত ১২তম বিবাহবার্ষিকীর দিনই স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ঘোষণা দিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে ভালোবাসা ও ক্ষমাপ্রার্থনায় ভরা একটি বিশেষ বার্তায় রিয়া লেখেন—
“না, হাত ছেড়ে যেতে পারিনি এবং এই জীবনে যাবও না। সাতজনম ধরে একে অপরকে জ্বালাব, আবার আগলেও রাখব। অনেক খারাপ কথা বলেছি, অন্যায় করেছি। প্লিজ, ক্ষমা করে দিও। আজকের দিনে এইটুকুই চাওয়া।”
তিনি আরও লেখেন,
“আজ আমাদের বিয়ের জন্মদিন—১২ বছরের পথচলা। ভালো থেকো, সুস্থ থেকো, আর হাতটা শক্ত করে ধরে রেখো। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক। বাকি ঈশ্বর সামলে নেবেন।”
বার্তার সঙ্গে একগুচ্ছ সুখী-পরিবারের ছবিও শেয়ার করেন এই অভিনেত্রী।
বিচ্ছেদ থেকে ফের মিলন
দাম্পত্যকলহের জেরে যমজ দুই সন্তানকে নিয়ে আলাদা থাকছিলেন রিয়া। আইনি প্রক্রিয়াও শুরু হয়েছিল দু’পক্ষ থেকে। তবে এবার সব অভিমান-পুঞ্জিভবন সরিয়ে আবারও স্বামী ও সন্তানদের সঙ্গে সুখের সংসার গড়তে ফিরছেন অভিনেত্রী।
সম্প্রতি বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’–এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন রিয়া গাঙ্গুলি।


