আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চূড়ান্ত করতে আগামী রবিবার (৭ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
ইসি সূত্র জানায়, সভায় তফসিল ঘোষণার পূর্ব ও পরবর্তী কার্যক্রম, নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, মাঠ পর্যায়ের সর্বোচ্চ সমন্বয়, যোগাযোগ ও মতবিনিময়সহ মোট ১০টি আলোচ্যসূচি রয়েছে।
বিশেষভাবে পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়সূচি চূড়ান্ত করা হবে। পাশাপাশি নির্বাচন আয়োজনের অগ্রগতি, প্রশাসনিক প্রস্তুতি, কার্যক্রমের সময়সীমা ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হবে।
এরই মধ্যে তফসিলের আগে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং আন্তমন্ত্রণালয় বৈঠক সম্পন্ন করেছে ইসি। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর নির্বাচন প্রস্তুতির সার্বিক অবস্থা রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যাবে কমিশন। এরপর কয়েক দিনের মধ্যেই সিইসি তফসিল ঘোষণা করবেন।
এদিকে আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে ডিসি, ইউএনও, এসপি ও ওসিসহ প্রশাসনের মাঠপর্যায়ে বিস্তর রদবদল আনা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রবিবারের বৈঠকেই তফসিল ঘোষণার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তা চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। আইন ও নীতিমালায় করা সংস্কার কঠোরভাবে মেনে চলবে ইসি এবং সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি।
সিএ/এএ


