মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নেতা কামাল জামান মোল্লার সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল করেছেন। এতে এক্সপ্রেসওয়ের দুইমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মোল্লা বাজার এলাকা থেকে মুন্সিবাজারের দিকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি মাদারীপুর-১ (শিবচর) আসনে নতুন প্রার্থী হিসেবে নাদিরা আক্তারকে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। এর আগে ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও পরদিনই হাইকমান্ড সেই সিদ্ধান্ত স্থগিত করে। নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরাই সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।


