বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাকে লন্ডনে নিয়ে যাবে। শনিবার দুপুরে সমকালকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার সময়সূচি। এনামুল হকের ভাষায়, “ম্যাডামের চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত পেলেই কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে। প্রস্তুতি সম্পন্ন রয়েছে।”
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়েও কাতারই ব্যবস্থা করছে বলে জানান তিনি। তার বক্তব্য, বিএনপির নয়, বরং কাতারের রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খালেদা জিয়ার জন্য একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও আন্তর্জাতিক ভ্রমণের উপযোগী হয়নি। এ কারণেই লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে তার কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে, যা বর্তমানে মেডিকেল বোর্ড পর্যালোচনা করছে।
শুক্রবার দুই দফায় বোর্ডের বৈঠকে তার শারীরিক অবস্থার মূল্যায়ন করা হয়। প্রতিদিনই বোর্ড তার চিকিৎসা অগ্রগতি খতিয়ে দেখছে।
খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই তার চিকিৎসা পরিচালনা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই বোর্ডের সদস্য, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।
সিএ/এএ


