ব্রিসবেনে অ্যাশেজের দিবা–রাত্রির টেস্টে দ্বিতীয় দিনে দুই সেশনে অস্ট্রেলিয়ার রানের গতি কমিয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম সেশনে দ্রুত রান তুললেও দ্বিতীয় সেশনে স্বাগতিকদের ব্যাটিং কিছুটা চাপে ফেলে সফরকারীরা।
প্রথম সেশনে ২১ ওভারে ১৩০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে ২৩ ওভারে আরও ৯৮ রান যোগ করলেও হারিয়েছে ২ উইকেট। ফলে দ্বিতীয় সেশন শেষে ৪৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২৮/৩। ইংল্যান্ডের প্রথম ইনিংসের তুলনায় এখনো ১০৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ক্রিজে আছেন স্টিভেন স্মিথ (২৪) ও ক্যামেরন গ্রিন (২২)—চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি।
ওয়েদারাল্ড–লাবুশেন আউট, ইংল্যান্ডের স্বস্তি
দিনের শুরুতে ৭৮ বলে ৭২ রান করা ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে ফিরিয়ে ইংল্যান্ড প্রথম আঘাত হানে। জফরা আর্চারের ইয়র্কারে এলবিডব্লু হন তিনি।
এরপর লাবুশেন ও স্মিথ তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করে ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে টেনে নিচ্ছিলেন।
৬৬ বলে ফিফটি তুলে নেওয়া মারনাস লাবুশেন সেঞ্চুরির ইঙ্গিত দিচ্ছিলেন। এই ইনিংসেই তিনি দিবা–রাত্রির টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান পূর্ণ করেন।
কিন্তু ৭৮ বলে ৬৫ রান করা লাবুশেনকে ফিরিয়ে ইংল্যান্ড ম্যাচে ফেরে। বেন স্টোকসের অফ–স্টাম্পের বাইরের বলে অপ্রয়োজনীয় খোঁচা দিতে গিয়ে তিনি উইকেটকিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দেন।
দারুণ ছন্দে থাকা লাবুশেনের এই শট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছেন বিশ্লেষকেরা।
দুই সেশনে দুই চিত্র
প্রথম সেশনে রান রেট: ৬.১৯
দ্বিতীয় সেশনে রান রেট: ৪.২৬
ইংল্যান্ডের পেসারদের শৃঙ্খলাবদ্ধ বোলিং দ্বিতীয় সেশনেই অস্ট্রেলিয়াকে ছন্দচ্যুত করে।
লাবুশেনের ইনিংস
মোট রান: ৬৫
বল: ৭৮
ফিফটি: ২৫তম
রান এসেছে স্কয়ারের পেছনে ও লেগ সাইডে: ৫০.৮%
সিএ/এএ


