বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘জাতীয় ভাষা উৎসব–২০২৫’। দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই আয়োজন করছে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব (বাউএলসি)।
উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে। প্রথম পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভাষা দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জের উদ্বোধনের মাধ্যমে। আর দ্বিতীয় পর্বে আগামীকাল ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় কৃষি অনুষদের গ্যালারিতে আয়োজিত ভাষা দক্ষতা যাচাই প্রতিযোগিতায় বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এবারের প্রতিযোগিতা ৬টি ভাষার ওপর ১০টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ী ২৫ জনকে প্রদান করা হবে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট ও চল্লিশ হাজার টাকার সম্মাননা।
আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সেশন ও পুরস্কার বিতরণী। বাংলা সাহিত্য নিয়ে কথা বলবেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, শৈল্পিকভাবে কথা বলার কৌশল নিয়ে আলোচনা করবেন মৌসুমি মৌ, আর ইংরেজি দক্ষতা অর্জনের উপায় জানাবেন জয় চৌধুরী। আরও উপস্থিত থাকবেন অন্যান্য অতিথিরাও।
বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা বিষয়ে আগ্রহ সত্যিই প্রশংসনীয়। এ আয়োজন শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও যোগাযোগ সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি আর্ট, সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ে সাজানো এই মেলায় শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভরতা ছাড়িয়ে পুরনো সংস্কৃতির ভিন্ন স্বাদ উপভোগ করতে পারবে।
সিএ/এএ


