বলিউডের আইকনিক জুটি শাহরুখ খান ও কাজলের নতুন ভাস্কর্য উন্মোচন হয়েছে গতকাল লন্ডনের লেস্টার স্কয়ারে। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে স্থাপন করা এই ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই তারকাই। সেখানেই বিবিসির সঙ্গে কথা বলেন তাঁরা।
বিয়ের পরামর্শ দিতে গিয়ে মজার মন্তব্য
বিবিসির এক সাংবাদিক শাহরুখকে জানালেন যে তিনি সদ্য বিয়ে করেছেন এবং নতুন দাম্পত্যজীবনের জন্য কিছু পরামর্শ চান। প্রশ্ন শুনেই হেসে ওঠেন কাজল। মজা করে বলেন,
“ও শুধু বিয়ের আগপর্যন্ত পরামর্শ দিতে পারে! বিয়ের পরের জীবনের ওপর ওর কোনো সিনেমাই তো নেই।”
কাজলের কথায় সম্মতি জানিয়ে শাহরুখও হাসতে হাসতে বলেন,
“হ্যাঁ, বিয়ের আগ পর্যন্ত বলতে পারতাম। বিয়ের পর সবাইকেই নিজেকে সামলাতে হয়!”
তবু নবদম্পতিদের জন্য কিং খানের বিশেষ উপদেশ—
“রোম্যান্স থাকতে হবে। গান গাইতে হবে।”
এই কথার সঙ্গে যোগ করে কাজল বলেন,
“আর অবশ্যই ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ দেখতে হবে।”
লন্ডনে ভাস্কর্য উন্মোচন—ভক্তদের ঢল
মুষলধারে বৃষ্টির মাঝেও লেস্টার স্কয়ারে হাজির হন হাজারো ভক্ত। ভাস্কর্য দেখে শাহরুখ মজা করে বলেন,
“মনে হচ্ছে নিজের লাইফসাইজ পুতুল দেখছি! আমাকে বেশ হ্যান্ডসাম লাগছে। আর কাজলও খুব সুন্দর।”
৬০ বছর বয়সী শাহরুখ জানান, তাঁর সন্তানদের ভাস্কর্য দেখানোর জন্য তিনি ‘অপেক্ষা করতে পারছেন না’। কাজলের মতে, এমন সম্মান পাওয়া সত্যিই ‘অবিশ্বাস্য’।
ডিডিএলজে—বলিউডের চিরন্তন প্রেম
রাজ-সিমরনের প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল রোমান্স। ছবির অনেক দৃশ্যই লন্ডন ও লেস্টার স্কয়ারে ধারণ করা হয়েছিল। তাই শাহরুখের মতে, এখানেই ভাস্কর্য স্থাপন করা ‘যথাযথ’ সিদ্ধান্ত।
বলিউডের বর্তমান অবস্থা নিয়ে মত
মহামারির পর বলিউডে টিকিট বিক্রি কম-বেশি ওঠা–নামার মুখে পড়েছে। এ বিষয়ে কাজল বলেন,
“এখন মানুষের হাতে প্রচুর বিকল্প, তাই সিনেমা হলে যাওয়ার সিদ্ধান্ত কঠিন হয়ে গেছে।”
তবে শাহরুখ বিশ্বাস করেন,
“কমিউনিটি ভিউয়িং”—সবার সঙ্গে মিলেই সিনেমা দেখার আনন্দ কখনো হারাবে না।
তারকা থেকে বিলিয়নিয়ার
তিন দশকের ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও ক্রিকেট টিমের মালিকানা—সব মিলিয়ে শাহরুখ খান এখন বিশ্বের ধনী তারকাদের একজন। আর্নল্ড শোয়ার্জনেগার, রিয়ানা, টেইলর সুইফটদের কাতারেই তার অবস্থান। চার বছরের বিরতির পর ২০২৩ সালে সফলভাবে বড় পর্দায় ফেরেন তিনি। সামনে আসছে তাঁর নতুন অ্যাকশন ছবি ‘কিং’।
বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার সম্মান
লেস্টার স্কয়ারের বিখ্যাত ‘সিনস ইন দ্য স্কয়ার’ ট্রেইলে এখন শাহরুখ-কাজলের ভাস্কর্য দাঁড়িয়ে আছে হ্যারি পটার, মেরি পপিনস, প্যাডিংটনের মতো চরিত্রগুলোর পাশে। যশরাজ ফিল্মসের প্রধান নির্বাহী অক্ষয় বিধানীর মতে,
“ডিডিএলজে শুধু ভারত নয়, বিশ্বজুড়ে বিশাল সাংস্কৃতিক প্রভাব রেখে গেছে।”


