প্রকৌশল গুচ্ছ থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো এককভাবে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি
- ১৭ জানুয়ারি, সকাল: বহুনির্বাচনী পরীক্ষা
- ১৭ জানুয়ারি, বেলা ১২:৪৫ মিনিট: অঙ্কন পরীক্ষা (শুধু স্থাপত্য বিভাগ)
- আবেদন শুরু: ১৫ ডিসেম্বর সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯
- ফি জমা দেওয়ার শেষ সময়: ১ জানুয়ারি রাত ১১টা ৫৯
- বাছাই তালিকা প্রকাশ: ৬ জানুয়ারি
- প্রবেশপত্র ডাউনলোড: ১২ জানুয়ারি
- ফল প্রকাশ: ৩১ জানুয়ারি
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাছাকাছি সময়ে হচ্ছে। আমাদের প্রস্তুতিও ভালো। আশা করি শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে।’
আবেদনের যোগ্যতা
- দ্বিতীয়বার চুয়েটের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ নেই।
- প্রার্থীকে ২০২২ বা ২০২৩ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি পাস করতে হবে।
- গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের সম্মিলিত গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ হতে হবে।
- ইংরেজিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে।
- ইংরেজি ভার্সন, বিদেশি বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য জীববিজ্ঞানে কমপক্ষে GPA ৪ প্রয়োজন।
বাছাই পদ্ধতি
গত বছরের মতো এবারও ১২টি বিভাগে মোট ৯৩১টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে ১৬ হাজার শিক্ষার্থী।
আবেদনকারীদের ফলাফলের ভিত্তিতে বাছাই করা হবে। একই ফলাফলের ক্ষেত্রে ক্রমানুসারে
১) পদার্থবিজ্ঞান
২) রসায়ন
৩) গণিতে প্রাপ্ত নম্বর বেশি হলে অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রুপভিত্তিক আবেদন ফি
- প্রথম গ্রুপ (প্রকৌশল + ইউআরপি): ১,২০০ টাকা
- দ্বিতীয় গ্রুপ (প্রকৌশল + ইউআরপি + স্থাপত্য): ১,৪০০ টাকা
যেসব শিক্ষার্থী বাছাইয়ে বাদ পড়বেন, তাঁদের আবেদন ফি ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।
চুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


