কক্সবাজারের মহেশখালীতে বিএনপির দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার সময় পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হওয়ায় উচ্ছ্বাসে স্ট্রোকে মারা গেছেন দলের এক নেতা। নিহতের নাম ফরিদুল আলম ফরিদ। ৫০ বছর বয়সী ফরিদুল আলম কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদুল আলম মৃত সৈয়দ আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির দ্বিতীয় দফার মনোনয়ন তালিকায় সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম আসে। ঘরে বিশ্রামে থাকা অসুস্থ ফরিদুল আলম এই খবর শুনে উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন এবং লাফ দিয়ে ওঠার মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হঠাৎ অতিরিক্ত উত্তেজনা ও আনন্দের কারণে তার স্ট্রোক হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, ফরিদুল আলম দলের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ছিল। আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থিতা নিয়ে তিনি বিশেষভাবে উৎসাহী ছিলেন।


