কুষ্টিয়ার দৌলতপুরে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে রফি মন্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইউসুফ এবং রবজেল নামের আরও দুজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফি মন্ডল ওই এলাকার মতআলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রফি মন্ডল পঁচাভিটায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। সে সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে আসে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রফি মন্ডলকে রক্ষায় ইউসুফ ও রবজেল এগিয়ে গেলে তাদের দিকেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই রফি মন্ডলের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, মোটরসাইকেলে আসা পাঁচজন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। কারা এবং কোন কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


