দেশের পণ্য রপ্তানি খাতে টানা নেতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। পরপর চার মাস ধরে রপ্তানি কমেছে। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৫৪ শতাংশ কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেলেও পরবর্তী চার মাসে ধারাবাহিকভাবে রপ্তানি কমেছে।
- আগস্টে রপ্তানি কমে ২.৯৩%
- সেপ্টেম্বরে ৪.৬১%
- অক্টোবরে ৭.৪৩%
- নভেম্বরে ৫.৫৪%
ফলে জুলাই-নভেম্বর সময়ে মোট রপ্তানিতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ০.৬২%। গত বছর একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশের বেশি।
নভেম্বর মাসে কোন কোন খাতে রপ্তানি কমেছে
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, নভেম্বর মাসে রপ্তানি কমেছে—
- নিটওয়্যার ও ওভেন পোশাক
- পাট ও পাটজাত পণ্য
- কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্য
- হিমায়িত চিংড়ি
- প্লাস্টিক
- হোম টেক্সটাইল
অন্যদিকে রপ্তানি বেড়েছে—
- চামড়া ও চামড়াজাত পণ্য
- চামড়াবিহীন জুতা
- ওষুধ
- প্রকৌশলখাতের পণ্য
বিশেষজ্ঞদের মতে, মোট রপ্তানির ৮০ শতাংশ আসে তৈরি পোশাকখাত থেকে, যা টানা চার মাস ধরে কমায় সামগ্রিক প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে।
তৈরি পোশাক রপ্তানির অবস্থা
তৈরি পোশাকের রপ্তানি—
- জুলাইয়ে প্রবৃদ্ধি ছিল ২৪%+
- আগস্টে কমে ৪.৭%
- সেপ্টেম্বরে কমে ৫.৫%
- অক্টোবরে রপ্তানি দাঁড়ায় ৩০২ কোটি ডলার
- নভেম্বরে রপ্তানি ৩১৪ কোটি ডলার, যা গত বছরের নভেম্বরের তুলনায় ৫% কম
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১,৬১৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ০.০৯% বেশি।


