ঝিনাইদহের শৈলকুপায় গোপনে মজুদ করা বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
গুদাম বন্ধ করে পালালেন ডিলার নেতা
পুলিশ জানায়, শৈলকুপা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের গুদাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হলে তিনি গুদাম বন্ধ রেখে সটকে পড়েন।
কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার গোপনে মজুদ করে রাখা হয়েছিল।
দুটি গুদাম থেকে শত শত বস্তা সার উদ্ধার
সেনাবাহিনীর একটি দল শৈলকুপা পাইলট স্কুল রোডের মেসার্স জীম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করে। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময় গোপন সংবাদের ভিত্তিতে পাইলট স্কুল মার্কেটের আরেকটি তালাবদ্ধ গুদামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়—
- ১১০ বস্তা টিএসপি সার
- ৭৫ বস্তা ডিএপি সার
অভিযান চলমান, সার বিক্রি হবে কৃষকদের ন্যায্য মূল্যে
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন,
“কয়েকজন অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। অপতৎপরতা রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া সার ন্যায্য মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।”
তিনি জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।


