ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের তিনটি হোম ম্যাচে উপচে পড়া দর্শক ও স্পন্সরদের ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে অনুষ্ঠিত এই তিন ম্যাচ থেকে বাফুফে মোট ৪ কোটি ৫ লাখ ৭ হাজার টাকা আয় করেছে।
বুধবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়।
তিন ম্যাচে আয়ের বিবরণ
- বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচ (১০ জুন)
ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেক হওয়া এই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারলেও স্টেডিয়াম ছিল দর্শকে ভরা। বাফুফে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা। - বাংলাদেশ–হংকং ম্যাচ (৯ অক্টোবর)
হাই-স্কোরিং এই ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে পরাজিত হয়। তবে দর্শক উপস্থিতি কিছুটা কম থাকায় আয় দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৭ হাজার টাকা। - বাংলাদেশ–ভারত ম্যাচ (১৮ নভেম্বর)
বাছাইপর্বের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। ১-০ গোলের ঐতিহাসিক জয়ে পুরো দেশজুড়ে উদ্দীপনা ছড়িয়ে পড়ে। এই ম্যাচকে কেন্দ্র করে দর্শক ও স্পন্সরদের আগ্রহ বেড়ে যাওয়ায় বাফুফের আয়ও সর্বোচ্চ হয়েছে—১ কোটি ৮৮ লাখ টাকা।
তিন ম্যাচ মিলিয়ে সর্বমোট ৪ কোটি ৫ লাখ ৭ হাজার টাকা আয় করায় সন্তোষ প্রকাশ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।


