স্টাফ রিপোর্টার | চ্যানেল আগামি
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ চারটি শূন্যপদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে দুটি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
পদসমূহ ও যোগ্যতা
১. ড্রাইভার (পুরুষ)
- পদসংখ্যা: ২
- যোগ্যতা:
- সাবলীলভাবে বাংলা পড়া–লেখা ও ন্যূনতম ইংরেজি শব্দ-সংখ্যা পড়া–লেখায় সক্ষমতা
- নির্দেশিকা, সাংকেতিক চিহ্ন ও সময়সূচি বোঝার দক্ষতা
- লগবই পূরণে সক্ষমতা
- বৈধ বিআরটিএ লাইসেন্স
- সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত বা বড় শিল্প–বাণিজ্যিক প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছরের গাড়ি চালনার অভিজ্ঞতা
- বেতন: ১৬,৬০০–৪১,৯৫০ টাকা
- বয়স: ১৮–৪৫ বছর
২. বাবুর্চি
- পদসংখ্যা: ১
- যোগ্যতা:
- এসএসসি বা সমমান পাস
- স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা
- দেশীয় ও পশ্চিমা সব ধরনের খাবার রান্নায় দক্ষতা
- বেতন: ১৫,৫০০–৩৯,১৭০ টাকা
- বয়স: ১৮–৩২ বছর
৩. কেয়ারটেকার
- পদসংখ্যা: ১
- যোগ্যতা:
- এসএসসি বা সমমান পাস
- সুস্বাস্থ্য
- যেকোনো প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক/হাউসকিপিং–এ ৪ বছরের অভিজ্ঞতা
- বেতন: ১৫,৫০০–৩৯,১৭০ টাকা
- বয়স: ১৮–৩২ বছর
আবেদনের নিয়ম
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪–এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশিকা ডাউনলোড করতে হবে। ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২৫
বিশেষ নির্দেশনা
নিম্নের এলাকাগুলোর স্থায়ী বাসিন্দাদের এ নিয়োগে আবেদন করার প্রয়োজন নেই—
কেরানীগঞ্জ উপজেলার নির্দিষ্ট গ্রাম, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কয়েকটি ইউনিয়নের আংশিক এলাকা এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কিছু গ্রাম।


