স্টাফ রিপোর্টার | চ্যানেল আগামি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সবকিছু স্বাভাবিক থাকলে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
এয়ার অ্যাম্বুলেন্স সহায়তায় কাতার
কূটনৈতিক সূত্র জানায়, খালেদা জিয়ার বিদেশ যাত্রায় সহযোগিতার অংশ হিসেবে এয়ার অ্যাম্বুলেন্সের দায়িত্ব নেবে কাতার। আজ সকালেই এই তথ্য বিএনপিকে জানানো হয়।
১২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন
১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও জটিলতা কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে।
চিকিৎসায় যুক্ত হলেন যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞরা
গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডা. রিচার্ড বেলে ঢাকায় পৌঁছান এবং সরাসরি হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।
তাঁরা সবাই সর্বশেষ চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করেছেন।
বর্তমান শারীরিক অবস্থা
বিএনপির এক সূত্র জানিয়েছে—
- ফুসফুসের সংক্রমণ কিছুটা উন্নতির দিকে
- হৃদ্যন্ত্রের জটিলতা বিদ্যমান
- অন্যান্য সমস্যায় তেমন পরিবর্তন নেই
পূর্ববর্তী চিকিৎসা
গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। প্রায় চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
বর্তমান অসুস্থতার শুরু
২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় ভর্তি করা হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।


