পাবনার ঈশ্বরদীতে একটি অয়েল মিল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বহরপুর এলাকার রশিদ অয়েল মিল কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী ও রূপপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেসার্স রিপা কটন মিলসের শ্রমিকরা জানান, প্রথমে তারা নিজেরাই পাইপ ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তারা।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে শ্রমিকদের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত তুলার স্তুপে কোনো শ্রমিকের ফেলা বিড়ি বা সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে।”
আগুনে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।


