লোকসানজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সংস্কারের অংশ হিসেবে পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)–কে বেসরকারি খাতে বিক্রি করার প্রক্রিয়া চূড়ান্ত করছে। দেশটির গণমাধ্যম ডন জানায়, আইএমএফের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির শর্ত পূরণ এবং লোকসান কমাতে সরকার পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করতে যাচ্ছে।
প্রায় ২০ বছর পর এটি পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ উদ্যোগ। পিআইএ কেনার জন্য চারটি প্রতিষ্ঠান আগাম নির্বাচিত হয়েছে—
- লাকি সিমেন্ট কনসোর্টিয়াম
- আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম
- ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
- এয়ার ব্লু লিমিটেড
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিআইএ বেসরকারিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২৩ ডিসেম্বর পিআইএ–এর নিলাম অনুষ্ঠিত হবে, যা সব মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। তিনি আরও বলেন, “জাতীয় বিমান সংস্থার হারানো মর্যাদা ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে চলছে। স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পিআইএ–এর বেসরকারিকরণ সম্পন্ন হবে।”
শেহবাজ শরিফ আশা প্রকাশ করেন, নিলামে যে পক্ষ দায়িত্ব নেবে, তারা পুরো আন্তরিকতার সঙ্গে জাতীয় বিমান সংস্থাকে আধুনিকায়ন ও সুনাম পুনরুদ্ধারে কাজ করবে।


