যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বসবাসরত সোমালি অভিবাসীদের নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁদের ‘আবর্জনা’ বলে কটূক্তি করেন। এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ইলহান ওমর বলেন, ট্রাম্পের তাঁর প্রতি অতিরিক্ত মনোযোগ এখন ‘বিরক্তিকর পর্যায়ে’ পৌঁছেছে।
সোমালি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়া ইলহান ওমর মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন।
গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প ইলহান ও অন্যান্য সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ উল্লেখ করে তাঁদের যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার পরামর্শ দেন। এর জবাবে ইলহান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমার প্রতি তাঁর আসক্তি সত্যিই বিরক্তিকর। তিনি জরুরি সহায়তার প্রয়োজন—আশা করি, তিনি তা পাবেন।”
অভিবাসনবিরোধী অবস্থান আরও কঠোর করেছেন ট্রাম্প
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প অভিবাসনবিরোধী বক্তব্যে আরও আক্রমণাত্মক হয়েছেন। গত মাসে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনায় আফগান বংশোদ্ভূত এক অভিবাসীর সম্পৃক্ততার পর তাঁর ভাষা আরও কড়া হয়। ওই ব্যক্তি ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানের অংশ হিসেবে দেশটিতে এসেছিলেন এবং পরবর্তীতে গ্রেপ্তার হন।
এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ট্রাম্প ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন সীমিত করার পক্ষে মত দেন। তিনি বলেন, “আমরা যদি দেশে এ ধরনের ‘আবর্জনা’ ঢুকতে দিই, তবে ভুল পথে এগোব। ইলহান ওমর আবর্জনা, তাঁর বন্ধুরাও তাই।”
ট্রাম্প দাবি করেন, এসব অভিবাসী যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে কাজ করেন না বরং শুধু অভিযোগ করেন। তিনি আরও বলেন, ইলহানকে তিনি ব্যক্তিগতভাবে না চিনলেও যুক্তরাষ্ট্র নিয়ে তাঁর অভিযোগ বহু বছর ধরে শুনে আসছেন।
ইলহান ওমরের পটভূমি
ইলহান ওমরের জন্ম সোমালিয়ায়। গৃহযুদ্ধ থেকে পালিয়ে আট বছর বয়সে পরিবারসহ দেশ ছাড়েন তিনি। পরে কেনিয়ার একটি শরণার্থীশিবিরে চার বছর থাকার পর ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পৌঁছান। ২০০০ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।


