গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা চালু করেছে যা ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও কার্যকর ও সুবিধাজনক করে তুলবে। ‘স্প্লিট ভিউ’ নামে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একই ব্রাউজারে দুটি ট্যাব পাশাপাশি দেখতে পারবেন।
ফিচারটি ব্যবহার করা অত্যন্ত সহজ। কোনো লিংকের ওপর মাউসের রাইট ক্লিক করলে Open New Tab-এর নিচে নতুন Split View অপশনটি দেখা যাবে। সেখানে ক্লিক করলে দুইটি ব্রাউজিং উইন্ডো পাশাপাশি প্রদর্শিত হবে। প্রয়োজনে দুটি উইন্ডোর আকার পরিবর্তন বা অবস্থান পরিবর্তন করাও সম্ভব।
স্প্লিট ভিউ ব্যবহারকারীদের জন্য আগে যা ঝামেলা ছিল তা এখন সহজ হয়ে গেছে। এর আগে আলাদা দুটি ব্রাউজার উইন্ডো খোলার প্রয়োজন হতো এবং সেগুলোকে পাশাপাশি সাজাতে হতো। নতুন ফিচারে একাধিক ট্যাব পাশাপাশি দেখা যাবে, ফলে তথ্য যাচাই, নোট নেওয়া বা একাধিক ওয়েবসাইটের কনটেন্ট একসঙ্গে দেখা আরও সহজ হবে।
স্প্লিট ভিউ বন্ধ করতে চাইলে যেকোনো ট্যাবের ওপর রাইট ক্লিক করে Split View অপশনে গিয়ে ডান বা বাম দিকের ভিউ বন্ধ করতে হবে।
গুগলের দাবি, একদিকে ডকুমেন্ট খোলা থাকলেও অন্যদিকে ভিডিও কল চলাকালীন ব্যবহারকারীরা সহজেই দুটি কাজ একসঙ্গে করতে পারবেন। কাজের প্রয়োজনে একাধিক ওয়েবসাইট একসঙ্গে খোলা থাকলেও ব্রাউজার ভারী হবে না।
সূত্র: জিও নিউজ
সিএ/ইরি


