যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প নিজেই। তবে আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
সোমবার (১ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোববার সাংবাদিকেরা ট্রাম্পের কাছে মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়ে জানতে চান। সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে অবস্থান করছিলেন। জবাবে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। উত্তরটা হলো হ্যাঁ হয়েছে।
এর আগে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, চলতি মাসের শুরুতে দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিক তথ্য দেয়নি।
ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। অন্যদিকে কূটনৈতিক দরজাও সম্পূর্ণ বন্ধ করছেন না তিনি। গত শনিবার তিনি বলেছিলেন, ভেনেজুয়েলার ওপর এবং আশপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করতে হবে। তবে এর বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
এ বক্তব্যের পর কারাকাসে বেড়ে যায় শঙ্কা—যুক্তরাষ্ট্র কি তাহলে সামরিক উদ্যোগ নিতে যাচ্ছে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে ট্রাম্প সংক্ষেপে বলেন, এ নিয়ে বাড়িয়ে কিছু ভাবার দরকার নেই।
সিএ/আরএফ


