আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০,৬৬০ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ৫৯,৫১০ জন পুরুষ এবং ১১,১৫০ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনে যুক্তরাষ্ট্রে ১৪,২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯,০৭৫ জন, কানাডায় ৭,৮৭০ জন, জাপানে ৬,৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬,০২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪,৪৮০ জন ভোটার রয়েছেন।
প্রবাসী ভোটারদের জন্য প্রথমবার চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত ছিল। ইসি আশা করছে আজ পুনরায় এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সাত দেশে আজকের মধ্যে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু করার প্রচেষ্টা চলছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমদ খান জানিয়েছেন, বুধবার রাতে দেখা গেছে, সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসীরা ঠিকানা ইনপুটে সমস্যা পাচ্ছেন। ব্যালট পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দিতে হবে। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন, তাই নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছিল। এরপর দূতাবাস ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে সঠিক ঠিকানা পূরণের জন্য নির্দেশনা দেওয়া হবে।
অ্যাপের মাধ্যমে এখন বিশ্বের সকল দেশের প্রবাসী ভোটার নিবন্ধন করতে পারবে। কমিশনের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর রাত ১২:০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দেবে।
প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। সঠিক ঠিকানা প্রদান প্রবাসীদের ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য অপরিহার্য।
সিএ/এমআরএফ


