বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুতে সমগ্র ভারতে শোকের ছায়া নেমেছে। গত সোমবার (২৪ নভেম্বর) তার মৃত্যু হয়। তবে এই ঘটনার পরই বিতর্কের জন্ম দিয়েছে অভিনেত্রী রাখি সাওয়ান্তের মন্তব্য। রাখি দাবি করেছেন, ধর্মেন্দ্র আসলে কয়েক দিন আগে মারা গেছেন এবং এখন বিষয়টি নিয়ে ‘নাটক’ করা হচ্ছে।
রাখি সাওয়ান্ত গত বুধবার (২৬ নভেম্বর) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘ধর্মেন্দ্রজি ২-৩ দিন আগেই মারা গেছেন। অনেকেই আমাকে এটা বলেছেন। তিনি নিজেই আমার স্বপ্নে এসেছেন। হাসপাতালের চিকিৎসকরাও আমাকে একই কথা জানিয়েছেন। আর এখন এসব নিয়ে নাটক চলছে।’’
রাখির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ধর্মেন্দ্র অনুরাগীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা মনে করছেন, কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য নিয়ে এমন রাখঢাক ও নাটক করা ঠিক হয়নি। কিছু সমালোচক এমনকি সানি ও ববির সিনেমা বয়কট করার ডাকও দিয়েছেন।
রাখি সাওয়ান্ত এ বিষয়ে জানান, ‘‘আমার খুব খারাপ লেগেছে যে, ভক্তরা ধর্মেন্দ্রজিকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি। তিনি পুরো বিশ্বের কাছে সুপারস্টার এবং আমারও হিরো।’’
নেটপাড়ার একাংশ রাখির বক্তব্যে সহমত পোষণ করলেও তার ‘নাটক’ শব্দটি নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। ধর্মেন্দ্রের প্রতি শ্রদ্ধা ও শেষকৃত্যের মর্যাদা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সিএ/এমআরএফ


