টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার ম্যাচে পরাজয়ের বৃত্তে আটকে আছে বাংলাদেশ দল। এর আগে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারায় থাকা দলটি হঠাৎ এমন ভরাডুবিতে সমালোচনার মুখে পড়েছে।
তবে সমালোচনাকে ইতিবাচকভাবে নিতে চান তাওহীদ হৃদয়। তিনি বলেন, ‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা স্বাভাবিক। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনারা চাইলে সমালোচনা করতেই পারেন। যত ইচ্ছা সমালোচনা করেন, আপনাদের অধিকার আছে এবং আপনারা করেন। এখান থেকে ২-১টা ইতিবাচক জিনিসও হতে পারে। আমি চাই আপনারা করেন, এখান থেকেও হয়তো ভালো কিছু হতেও পারে। আমি অনুরোধ করব আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করেন। এখান থেকে কিছু ভালো দিক হতেও পারে।’

দলের দুর্বলতা নেই উল্লেখ করে হৃদয় বলেন, ‘আমার কাছে মনে হয় না। এমন না যে আমরা করতে পারিনি। আমরা ২০০ রানও করেছি। ২০০ রান করেও হয়তো আমরা সেই ম্যাচটা হেরেছি। চিন্তাভাবনা যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্ল্যান অনুযায়ী ডেলিভার করতে পারি আমার মনে হয় না এটা ইস্যু হবে। এমন না যে ১৮০ টার্গেট আগে করিনি। আশা করছি এখান থেকে আমরা কামব্যাক করতে পারব।’
ব্যাটিংবান্ধব উইকেটেও রান না ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন রান করব না এটা তো মনে হবেই। আমাদের নিজেদের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে। আমরা অবশ্যই সবাই চাই ভালো করতে। আমাদের দায়িত্বই প্ল্যান এক্সিকিউশন করা।’
মিডল অর্ডারের উন্নতি প্রসঙ্গে হৃদয় বলেন, ‘শুধু মিডল অর্ডার না। টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে, যখন উন্নতি হবে আমরা ইনশাআল্লাহ ভালো করা শুরু করব।’
সিএ/এমআরএফ


