স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি নিজেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকে নির্বাচনে অংশ নেবেন বলে তার জানা আছে। তিনি বলেন, ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারের বিভিন্ন পদে থাকা ব্যক্তিরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, প্রার্থী হওয়ার আগে তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং এরপর নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, সরকারি প্রক্রিয়া ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচন করবেন—সে বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। বিষয়টি রাজনৈতিক এবং সময় হলে তা পরিষ্কার হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আসিফ মাহমুদ বলেন, প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ পেলে দুর্নীতিদমন কমিশন (দুদক) তদন্ত করতে পারে এবং প্রমাণ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
সিএ/এমআরএফ


