পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিব খানকে কেন্দ্র করে ‘প্রিন্স’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন, যা আগামী রোজার ঈদে মুক্তি পাবে। সিনেমায় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ইতিমধ্যেই অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। এবার আরেক নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। বিষয়টি নিশ্চিত করেছে ছীবর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’।
সিনেমার চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এতে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়ার গল্প দেখানো হবে এবং নায়কের বিভিন্ন বয়সের রূপ ফুটিয়ে তোলা হবে। এজন্য শাকিবকে ‘প্রস্থেটিক’ রূপান্তরও নিতে হতে পারে। সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন বিশেষজ্ঞ।
পরিচালক মাহমুদ জানিয়েছেন, চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। রূপসজ্জার দায়িত্বে থাকবেন শাকিবকে সাজানোর জন্য নিযুক্ত বিশেষজ্ঞরা। সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু হবে।
সিএ/এমআরএফ


