আগামী ১৩ ডিসেম্বর ঢাকা মাতাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টটি হবে ঢাকার একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর এরিনায়, যেখানে ভক্তরা সহজেই পৌঁছাতে পারবেন।
সম্প্রতি কনসার্টটি নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। আতিফ আসলাম আসছেন না বা ভেন্যু চূড়ান্ত হয়নি এমন গুজবকে আয়োজকরা নস্যাৎ করেছেন। ভেন্যু সংক্রান্ত সকল অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আতিফ নিজেও তার ভেরিফাইড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে ঘোষণা করেছেন, তিনি আবারও ঢাকায় আসছেন।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক-এর মুখপাত্র রিসালাত জানান, ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করা হচ্ছে। দর্শকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে টিকেট বিক্রি হচ্ছে শুধুমাত্র Chologhuri.com-এ। প্রতিটি টিকেট QR কোড দ্বারা যাচাই করা হবে।
কেবল আতিফ আসলামই নয়, এ কনসার্টে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা। আয়োজকরা বলেন, এটি কেবল একটি কনসার্ট নয়, বরং তরুণদের ইতিবাচক শক্তি, উদ্দীপনা ও ঐক্যকে সামনে নিয়ে আসার একটি উৎসব। টিকেট বিক্রির একটি অংশ PUSAB (Private University Students Alliance of Bangladesh)-এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারদের সহায়তায় প্রদান করা হবে।
সিএ/এমআরএফ


