টালিউড তারকা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সম্পর্কের বিষয়টি বহুদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দু। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন এবং পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। এর ফলে ভক্ত ও সংবাদমাধ্যমে এ জুটির বিয়ে সম্পর্কিত প্রশ্নের শেষ নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, “যেদিন সবাই আমাদের বিয়ে নিয়ে প্রশ্ন করা বন্ধ করবে, সেদিন আমরা সবাইকে চমকে দেব। কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে হবে।” এরপরই তিনি হাসি দিয়ে জিহ্বা কেটে দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরই গুগলে সার্চ করে ভক্তদের মধ্যে গুজব ছড়িয়েছিল, দেব নাকি ২০২১ সালের ৬ মে রুক্মিণীকে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তানও আছে। তবে এ বিষয়টি কখনো নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে দেব এক সাক্ষাৎকারে জানান, বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার। তিনি বলেন, “অবশ্যই বিয়ে করব। একটা প্ল্যান চলছে, শিগগিরই সবাই হয়তো জানতে পারবে।” পাশাপাশি দেব বলেন, তিনি টলিউডের সালমান খান হতে চান না, নিজের অবস্থানেই সন্তুষ্ট।
সিএ/এমআরএফ


