হলিউডে আজ বুধবার মুক্তি পাচ্ছে দুটি আলোচিত ছবি—বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’ এবং ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ‘এটারনিটি’। দুই ঘরানার এই দুটি চলচ্চিত্র দর্শকদের হাসি-আনন্দ, আবেগ ও রোমাঞ্চে ভরিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
জুটোপিয়া ২
জনপ্রিয় প্রথম পর্বের পর এবার জুটোপিয়ার শান্ত শহর নতুন রহস্যে কেঁপে উঠবে। কেন্দ্রীয় চরিত্র ডিটেকটিভ জুডি হপস ও নিক ওয়াইল্ড আন্ডারকাভার হয়ে নতুন এলাকার অদ্ভুত ঘটনার রহস্য উদ্ঘাটনে নামবেন। এ গল্পে শিকারি ও শিকার প্রাণীর সম্পর্কের পাশাপাশি বৈষম্য ও গ্রহণযোগ্যতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটিতে শাকিরা আবারো গ্যাজেল চরিত্রে ভয়েস দিয়েছেন। তার নতুন গান ‘জু’-তে এবার তাকে সঙ্গ দিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। জারেড বুশ ও বায়রন হাওয়ার্ডের পরিচালনায় এবং ইভেট মেরিনোর প্রযোজনায় নির্মিত এ ছবিটি অ্যানিমেশনপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
এটারনিটি
‘এ ২৪’ প্রযোজিত এই চলচ্চিত্রটি এক পরকালীন প্রেমের ত্রিভুজ নিয়ে নির্মিত। এক নারীর জীবনে ফিরে আসে তার প্রথম প্রেমিক, আর সে টানাপোড়েনের মধ্যে পড়ে স্বামী ও অতীতের ভালোবাসার মাঝে। গল্পের মূল প্রশ্ন—কোন ভালোবাসাকে বলা যায় সত্যিকারের চিরকালীন?
এলিজাবেথ অলসেনের সঙ্গে অভিনয় করেছেন মাইলস টেলার ও ক্যালাম টার্নার। কমেডি ও আবেগের মিশেলে নির্মিত এই গল্প দর্শকদের একদিকে ভাবনার জগতে নিয়ে যাবে, অন্যদিকে দেবে বিনোদনের রোমাঞ্চকর অভিজ্ঞতা।
সিএ/এমআরএফ


