মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য ভারতকে পাঠানো আনুষ্ঠানিক চিঠির এখনো কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দ্রুত উত্তর পাওয়ার আশা করা হচ্ছে না, তবে সময় মতো উত্তর আসবে বলে আশাবাদী ঢাকা।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। চিঠি পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, নোট ভার্বাল আকারে বাংলাদেশ মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিঠিতে বলা হয়েছে—শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই তাকে দেশে ফেরত পাঠানো হোক।
গত বছরের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেয়। এরপর গত শুক্রবার বাংলাদেশ দূতাবাস ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আবেদন জানায়। এছাড়াও গত ডিসেম্বরেও একই ধরনের চিঠি পাঠানো হয়েছিল।
ভারতীয় পর্যবেক্ষক প্রেরণ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। কমিশন না চাইলে সরকার কোনো ধরনের সহায়তা দেবে না।
সিএ/এমআরএফ


