সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের জনগণের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কৃতজ্ঞতা জানান।
ফেসবুকে এক পোস্টে শার্লি বচওয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সাক্ষাতের সময় আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমাদের নবায়িত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি।’
একইদিন কমনওয়েলথ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ আলোচনায় বাংলাদেশ ও কমনওয়েলথের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।
উল্লেখ্য, শার্লি বচওয়ে পাঁচ দিনের সফরে গত সপ্তাহে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন দিকসমূহ নিয়ে আলোচনা করছেন।
সিএ/এমআরএফ


