ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার সম্ভাবনা নিয়ে নতুন করে সতর্কতা দিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের গোয়েন্দামন্ত্রী ঈসমাইল খাতিব জানিয়েছেন, দেশের শত্রুরা খামেনিকে হত্যার পরিকল্পনা করছে এবং বিভিন্নভাবে নাশকতার চেষ্টা চালাতে পারে।
তিনি বলেন, মাঝে মাঝে গুপ্তহত্যার প্রচেষ্টা ও নাশকতার মাধ্যমে সুপ্রিম নেতাকে টার্গেট করার চেষ্টা হচ্ছে। যদিও ঠিক এ মুহূর্তে কোনো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি।
চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধের পর থেকেই খামেনির নিরাপত্তা নিয়ে ইরান একাধিকবার সতর্কতা জানিয়ে আসছে। ঐ যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রও লক্ষ্যবস্তু করে তেহরানের পারমাণবিক অবকাঠামো।
সেই যুদ্ধ চলাকালে খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়েছিল ইসরায়েল—এমন তথ্য সামনে এলেও সে সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি এতে ‘ভেটো’ দেন বলে শোনা যায়।
গোয়েন্দামন্ত্রী খাতিব আরও বলেন, যারা জেনে বা না জেনে সুপ্রিম নেতার ক্ষতির চেষ্টা করে, তারা আসলে দেশের শত্রুদের স্বার্থেই কাজ করে।
সূত্র: ইরনা, টাইমস অব ইসরায়েল
সিএ/এমআরএফ


