নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি জনগণের আস্থা ও সহযোগিতাকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের সমর্থনই দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই শক্তি নিয়েই আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন তিনি।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচনী পরিবেশে সমতার সুযোগ থাকা জরুরি। কিন্তু প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো অর্থের ব্যবহার, মাসল পাওয়ারের প্রয়োগ বহু বছর ধরেই নির্বাচনী সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। অতীতে মানুষ ভোটের অধিকার থেকেও বঞ্চিত হয়েছে দাবি করে তিনি বলেন, এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলেই প্রত্যাশা। তরুণ ও দেশপ্রেমী প্রতিনিধিদের সংসদে দেখতে চান বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের দৃঢ় অবস্থান জরুরি। কিন্তু সেই চিত্র এখনো স্পষ্ট নয়। বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রশাসনকে প্রভাবিত করার বক্তব্য দুঃখজনক বলে জানান তিনি।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন অবিশ্বাস তৈরি হয়েছে। বন্ধু দলগুলোও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। তিনি শঙ্কা প্রকাশ করেন, যদি নির্বাচন সমঝোতার ভিত্তিতে সাজানো হয়, তবে দেশের গণতন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
সিএ/এমআরএফ


