যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির আরেক প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি)। ব্রিটেনে ডেইলি মেইলের প্রতিদ্বন্দ্বী পত্রিকা দ্য টেলিগ্রাফ অধিগ্রহণে ৫০ কোটি পাউন্ড, বা প্রায় ৬৫০ মিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স এক সপ্তাহ আগে টেলিগ্রাফ কেনার প্রক্রিয়া থেকে সরে আসে। সূত্রের মতে, টেলিগ্রাফের নিউজরুমের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধই ছিল এই প্রত্যাহারের মূল কারণ। এরপরই ডিজিএমটি এই অধিগ্রহণে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, চুক্তির মধ্যে বিভিন্ন পক্ষের লেনদেনের শর্তাবলী চূড়ান্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতকরণের জন্য একক আলোচনা শুরু হয়েছে। আশা করা হচ্ছে এই প্রক্রিয়া শিগ্রই সম্পন্ন হবে।
তবে টেলিগ্রাফ বিক্রির বিষয়ে মন্তব্যের অনুরোধে পত্রিকাটি কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। রেডবার্ড আইএমআই-এর এক মুখপাত্র জানিয়েছে, ডিজিএমটি এবং রেডবার্ড আইএমআই-এর মধ্যে ঘোষিত চুক্তিটি শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
সূত্র: রয়টার্স
সিএ/এমআরএফ


