দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা ধানুশ ও সাই পল্লবী আবারও বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন—এমন খবরেই এখন উচ্ছ্বসিত তামিল সিনেমাপ্রেমীরা। ‘মারি টু’ সিনেমায় তাদের chemistry যেমন দর্শক মাতিয়েছিল, তেমনি ‘রাউডি বেবি’ গানটি রেকর্ড গড়ে এক বিলিয়ন ভিউ পার করে ইতিহাস গড়েছিল। সেই জুটিকে আবারও দেখা যেতে পারে ধানুশের নতুন সিনেমা ‘ডি৫৫’–এ (সাময়িক নাম)।
সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার পেরিয়াসামি। শুরুতে পূজা হেগড়ে ও মীনাক্ষী চৌধুরীর নাম শোনা গেলেও সর্বশেষ আলোচনায় সাই পল্লবীই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবুও ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
আগামী বছরের শুরুর দিকে শুরু হবে শুটিং। চলছে প্রি–প্রোডাকশনের কাজ।
এদিকে ধানুশ অভিনীত ‘ইডলি কাডাই’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১ অক্টোবর। হিন্দি ছবি ‘তেরে ইশক মেইন’–ও মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সাই পল্লবীর সাম্প্রতিক ছবি ‘থান্ডেল’ মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি। তিনি বর্তমানে বলিউডে ব্যস্ত। জুনায়েদ খানের বিপরীতে ‘মেরে রাহো’ মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর। পাশাপাশি রণবীর কাপুরের বিপরীতে ‘রামায়ণ’–এ সীতা চরিত্রে তাকে দেখা যাবে।
সিএ/এমআরএফ


