থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। জমকালো আয়োজনে এ বছরের মুকুট জিতে নিয়েছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ। শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এই আসর থেকে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ।
২৫ বছর বয়সী ফাতিমার পর রানার আপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রভিনার সিং। এছাড়া শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসি।
সাঁতারের পোশাকের রাউন্ড শেষে শীর্ষ ৩০ থেকে ১২ জনকে নির্বাচিত করা হয়। এরপর সন্ধ্যার রাউন্ড পেরিয়ে দাঁড়ান ৫ জন প্রতিযোগী। চূড়ান্ত ধাপে তাদেরকে জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন এবং কীভাবে তারা মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণীদের ক্ষমতায়ন করবেন— সেই প্রশ্নের উত্তর দিতে হয়।
বিশ্বের সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিযোগী। তিন সপ্তাহব্যাপী এ আয়োজনে তারা থাইল্যান্ডজুড়ে বিভিন্ন ইভেন্ট ও মহড়ায় অংশ নেন। এবারের আসরে ফিলিস্তিনের প্রথম প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাদিন আইয়ুব, যিনি শীর্ষ ৩০ সেমিফাইনালিস্টে জায়গা করে নেন।
চূড়ান্ত পর্ব উপস্থাপনা করেন মার্কিন কৌতুক অভিনেতা স্টিভ বাইর্ন এবং অনুষ্ঠানের শুরুতে পরিবেশনায় ছিলেন থাই শিল্পী জেফ সাতুর।
সিএ/এমআরএফ


