রাজধানীতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থার জন্য ‘যাব কোথায়’ নামে নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উপলক্ষে বুধবার (১৯ নভেম্বর) শ্যামলী পার্কে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসি প্রশাসক বলেন, এই অ্যাপের মাধ্যমে ঢাকার পাবলিক স্যানিটেশন খাতে নতুন যুগের সূচনা হলো। দুই সিটি করপোরেশন মিলে নগরের প্রায় ৬৫০টি স্থানে আধুনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এগিয়ে না এলে একা সরকারের পক্ষে এই বিশাল কাজ বাস্তবায়ন করা সহজ নয়।
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ঘরের মতো শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রেখে যদি সবাই পাবলিক টয়লেট ব্যবহার করে, তাহলে এসব সুবিধার রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।
ওয়াটারএইডের সহযোগিতায় ‘ভূমিজ’ প্রতিষ্ঠানটি তৈরি করেছে ‘যাব কোথায়’ অ্যাপটি। গুগল প্লে স্টোরে পাওয়া এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিকটবর্তী টয়লেটের অবস্থান, খোলার সময়সূচি, ছবি, সেবার বিবরণসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন। এছাড়া কিউআর-কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস প্রবেশের সুবিধা রয়েছে।
অ্যাপের সঙ্গে যুক্ত নতুন ‘স্টার রেটিং সিস্টেম’ ব্যবহারকারীদের কাছে টয়লেটের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, হাত ধোয়ার সুবিধা ও সামগ্রিক সেবার মান যাচাই করার সুযোগ দেবে। এতে সাধারণ ব্যবহারকারীরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেবার মান উন্নত রাখতে উৎসাহিত হবেন।
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ওয়াটারএইড বাংলাদেশ ডিএনসিসিকে পাঁচটি মোবাইল টয়লেট হস্তান্তর করেছে। এগুলো শহরের ব্যস্ত এলাকায় বসানো হবে, যাতে কর্মজীবী মানুষ, নিম্ন আয়ের নাগরিক ও নারী ব্যবহারকারীরা নিরাপদ ও নির্ভরযোগ্য পাবলিক স্যানিটেশন সুবিধা পান।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিজের প্রধান নির্বাহী ফারহানা রশিদ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএ/এমআরএফ


