সশস্ত্র বাহিনী দিবস (২১ নভেম্বর) উপলক্ষে শুক্রবার রাজধানীর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন সেনানিবাস এলাকা দিয়ে সাধারণ যান চলাচলে সীমাবদ্ধতা থাকবে।
আইএসপিআর সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা সেনানিবাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই সময়ে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন চলাচল করবে। অন্যান্য সকল যানবাহনের জন্য এ এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইএসপিআর আরও অনুরোধ করেছে, যানজট কমানোর জন্য সাধারণ মানুষ উক্ত সময়ে সেনানিবাস এলাকার আশেপাশের রাস্তাগুলো ব্যবহার এড়াতে এবং বিকল্প পথ অবলম্বন করতে।
সিএ/এমআরএফ


