হাসান ইনাম
যিয়াদ বিন সাঈদ কবিতা লিখতে ভালোবাসে। পড়াশোনা মাদরাসাতে। যারা বলে মাদরাসায় পড়লে বাংলা পড়তে ভুলে যায় মানুষ তাদের জন্য যিয়াদ দৃষ্টান্ত স্বরূপ। কিশোর কবি যিয়াদ। যিয়াদের কবিতার পরেই দ্বিতীয় নেশার নাম ‘বই’। বই মেলার মাস এলে যিয়াদের ধড়ে যেন নতুন করে প্রাণ আসে। একদম পাল্টে যায় সে। উড়োউড়ি করে এক স্টল থেকে আরেক স্টলে। ঘ্রাণ নেয় নতুন বইয়ের। আড্ডায় মেতে থাকে বন্ধুদের সাথে। দিনশেষে বাসায় ফিরে দু হাত ভর্তি বই নিয়ে। এভাবেই গড়ে উঠেছে নিজের ব্যক্তিগত একটি পাঠাগার।
বই পাগল যিয়াদের আরেকটি আসল পরিচয় আছে। যিয়াদের আছে মস্তবড় একটা হৃদয়। সেই হৃদয়ে ঝড় ওঠে আর্ত মানবতার করুণ চিৎকারে। বানভাসীদের জন্যেও হু হু করে কেঁদে উঠেছে কিশোর এই কবির হৃদয়। আর তাই চট করেই নিয়ে নিয়েছে ব্যতিক্রমী একটি উদ্যোগ। কওমী মাদরাসা ভিত্তিক ফেসবুক গ্রুপ ‘আসহাবে কাহাফ’ থেকে নেওয়া হয়েছে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের একটা উদ্যোগ। যিয়াদ সেই ত্রাণ সংগ্রহ কার্যক্রমের সাথে যুক্ত করে নতুন একটি ধারা।
‘বন্যার্তদের জন্য বইমেলা’। একক সিদ্ধান্তে শুরু করলেও পরে সাথে যুক্ত হয় প্রিয়জন ও শুভাকাঙ্খীরা। স্বাগত জানায় সবাই। নিজের ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে ঘোষণা দেওয়ার সাথে সাথে সাড়া পড়ে ব্যাপক।
নিম্নে যিয়াদের পোস্টের অংশবিশেষ দেওয়া হলো –
‘সবার কাছেই কিছু না কিছু বই থাকে। আশেপাশে দেখলে অনেক বই পাবার আশাও করা যায়। বইয়ের বিশাল সমাহার থেকে দশ পনেরো টি বই এখানে বন্যার্তদের জন্যে অর্পণ করে দিলে হয়তো কমে যাবেনা বোধ করি। আগামী বৃহস্পতিবার রমনাস্থ ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট এ বিশ্বজয়ী হাফেজদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে একটি সংস্থা। অবশ্যই সেখানে অনেক মানুষের আনাগোনা থাকবে। প্রথম সেখানেই আমরা বই বিক্রি করবো। আর বিক্রি করবার জন্যে প্রচুর বই যেহেতু দরকার, তাই সেখানে আপনাদের উপস্থিতি কামনা করে সবার কাছ থেকেই কিছু বই চাই।’
আগামী কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে বসবে এই বইমেলা। বন্যার্তদের জন্য যিয়াদের সাথে ব্যাতিক্রমী এই উদ্যোগের সাথী হতে পারেন আপনিও। আপনার দেওয়া বই বিক্রির টাকা পুরোটাই চলে যাবে বানভাসীদের জন্য।
বই পাঠাতে যোগাযোগ – 01839901972
আসহাবে কাহাফের ইভেন্ট লিংক – https://www.facebook.com/events/1913296435598041/